তিহাড় জেলে বসেই নির্বাচন লড়বেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। বুধবার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের গারুলিয়ায় ভোট প্রচারে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই দাবি করলেন বিদায়ী সাংসদ তথা ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। এদিন বিকেলে গারুলিয়ার লেনিননগর খেলার মাঠ থেকে তিনি ভোট প্রচার শুরু করেন। গারুলিয়ার সূর্যনগর, রাধানগর-সহ বিস্তীর্ন অঞ্চল পরিক্রমা করে তিনি লেনিন নগর চৌমাথায় প্রচার শেষ করেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি বলেন, ‘আমি অনেকবার বলেছিলাম সন্দেশখালি টু নৈহাটি। সিবিআই দুয়ারে হাজিরা দেবে। এবার পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে স্বনামধন্য তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের নামও জড়িয়েছে।’ বিজেপি প্রার্থীর দাবি, খুব শীঘ্রই দেখবেন তিহাড় জেলে বসে উনি নির্বাচন লড়বেন। প্রসঙ্গত, প্রচারে বেরিয়ে বারবার পার্থ ভৌমিক ব্যারাকপুরে ‘গুন্ডারাজ’ দমন করার দাবি করছেন। যদিও এই গুন্ডারাজ নিয়ে অর্জুন সিং বলেন, ‘তার মানে ব্যারাকপুরে গুন্ডারাজ কায়েম আছে। এখানে সরকার তৃণমূলের। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবুও ‘গুন্ডারাজ’ কায়েম হল কী করে? প্রশ্ন অর্জুন সিংয়ের। তাঁর দাবি, বিজেপিতে একটাও গুন্ডা নেই। এদিনের ভোট প্রচারে হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলার সম্পাদক কুন্দন সিং, গারুলিয়া মণ্ডল-১ সভাপতি সুদীপ ব¨্যােপাধ্যায়, দলীয় নেত্রী সোমা দাস প্রমুখ।