মানিকতলায় ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, আহত দুই শিশু-সহ ৬

কলকাতা : শনিবার ফের কলকাতায় ভেঙে পড়ল প্রাচীন বাড়ি। উত্তর-পূর্ব কলকাতার কাঁকুরগাছি ভেঙে পড়ে বহু পুরনো ওই বাড়ির একটি অংশ। সূত্রের খবর, ঘটনায় জখম হয়েছে দু’টি শিশু-সহ ৬ জন। দু’জনকেই উদ্ধার করে ভর্তি করানো হয় ইএসআই হাসপাতালে।

ঘটনাস্থল, মানিকতলা মেন রোড। জানা গিয়েছে, বহু পুরনো এই বাড়িটি দীর্ঘদিন ধরেই বিপজ্জনক হিসেবে চিহ্নিত ছিল কলকাতা পুরসভার তালিকায়। স্থানীয়দের দাবি, বাড়ির কাঠামো জীর্ণ হয়ে পড়েছিল বহু আগেই। বারবার জানানো সত্ত্বেও কোনও রকম সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়নি।

এদিন আচমকাই বাড়ির একাংশ ভেঙে পড়ে রাস্তায়। সেই সময়ই বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল দুই শিশু। তাঁদের উপরই ভেঙে পড়ে ইট-পাথরের চাঙড়। চিৎকার-চেঁচামেচিতে ছুটে আসেন পাড়া-প্রতিবেশীরা। সঙ্গে সঙ্গে উদ্ধার করে আহত দুই শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশ ও পুরসভার তরফে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়। এলাকা ঘিরে দেওয়া হয় নিরাপত্তার জন্য। বাড়িটির বাকি অংশও বিপজ্জনক অবস্থায় রয়েছে বলেই প্রাথমিক তদন্তে অনুমান। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুরসভা।

দোতলা বাড়িটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ভগ্নদশায় পরে ছিল। স্থানীয়দের দাবি, দুই শিশু-সহ ৬ জন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দীর্ঘদিন ধরে কলকাতা কর্পোরেশনের তরফে বিপজ্জনক বোর্ড লাগানো ছিল বাড়িটিতে৷

স্থানীয়দের অভিযোগ, “পুরসভা অনেক আগেই বাড়িটিকে বিপজ্জনক বলে চিহ্নিত করেছিল, কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।” ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে শহরের বিপজ্জনক বাড়িগুলিকে ঘিরে প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 9 =