পূরবী সিনেমাহলের কাছে ভেঙে পড়ল একটি বাড়ির একাংশ

কলকাতা: পূরবী সিনেমাহলের কাছে ভেঙে পড়ল একটি বাড়ির একাংশ। শব্দ শুনে এদিন ছুটে আসেন আশপাশের লোকজন। দেখা যায় বাড়ির সিঁড়ির একাংশ ভেঙে পড়েছে। ভিতরে আটকে ৫ জন। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন দমকলকর্মীরা। আনা হয় দমকলের দুটি ইঞ্জিন।

সেখানে যান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার। দমকল সূত্রে খবর, বহুতলের সিঁড়ির অংশ ভেঙে পড়ে। বাড়ির ভিতরে পাঁচ জন আটকে পড়েছিলেন বলে জানান ওই বাড়িরই বাসিন্দা স্মৃতি দাস। তিনি বলেন, ‘আমরা পাঁচ জন উপরে আটকে পড়েছিলাম। ভাই নীচে। তিন তলার সিঁড়ি ধসে পড়েছে। ভেঙে পড়ার পরেই এলাকার এক নেতাকে ফোন করেছিলাম। উনি এসেই সব ব্যবস্থা করেছেন।’

প্রসঙ্গত, দিন দশেক আগেই বি বি গাঙ্গুলি স্ট্রিটে বৌবাজার বাজারের দোতলার ঝুলবারান্দার একাংশ ভেঙে পড়েছিল। যদিও সেই ঘটনায় কেউই হতাহত হননি। এবার মহত্মা গান্ধী রোডের উপর পূরবী সিনেমাহলের কাছে একই ঘটনা ঘটল। কোনও প্রাণহানি না হলেও, পরপর এই ঘটনায় আতঙ্কে পুরনো বাড়ির লোকজন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =