প্যারিস : শনিবার পর্যন্ত ভারত পেয়েছে মোট ৫টি পদক। আপতত মেডেল তালিকায় ২২তম স্থানে ভারত। এই ৫টি পদকের মধ্যে রয়েছে ১টি সোনা, ১টি রুপো এবং ৩টি ব্রোঞ্জ।
এই পদকগুলি এসেছে – প্যারা শুটিং থেকে ৪টি পদক। অবনী লেখারা মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ-১ ইভেন্টে সোনা জেতেন। আর ওই ইভেন্টেই ব্রোঞ্জ পেয়েছেন মোনা আগরওয়াল। এ ছাড়া প্যারিস প্যারা গেমসে শুটিং থেকে দেশকে তৃতীয় পদক দিয়েছেন মনীশ নারওয়াল। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল এসএইচ১ ইভেন্টে রুপো পান তিনি। এ বারের প্যারালিম্পিকে ভারতের চতুর্থ পদক আসে প্রীতি পালের হাত ধরে। তিনি মেয়েদের ১০০ মিটার টি৩৫ ফাইনালে ব্রোঞ্জ পান। আর শনিবার ১০ মিটার এয়ার পিস্তল এসএইচ১ ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন ভারতের রুবিনা ফ্রান্সিস।
এদিকে শনিবার প্যারিস প্যারালিম্পিকে ব্যাডমিন্টন থেকে ভালো খবর ভারতের জন্য। পুরুষদের ব্যাডমিন্টনের এএস-৪ বিভাগে পদক নিশ্চিত হয়ে গিয়েছে ভারতের। ওই ইভেন্টে ভারতের সুকান্ত কদম এবং সুহাস যথিরাজ দুজনেই সেমিফাইনালে উঠেছেন।