কলকাতা : প্যারা অলিম্পিকের প্রথম দিন ভারতের মুখ উজ্জ্বল করলেন জম্মু-কাশ্মীরের লোই ধর গ্রামের মাত্র ১৭ বছরের মেয়ে শীতল দেবী। দুটি হাত নেই তাঁর।
প্যারিস প্যারালিম্পিকের শুটিং রেঞ্জে মেয়েদের কমপাউন্ড ওপেন ব়্যাঙ্কিং পর্বে ৭০৩ পয়েন্ট করে বিশ্বরেকর্ড ভেঙেছেন শীতল দেবী। কিন্তু দুর্ভাগ্য তার বিশ্বরেকর্ড ভেঙেও বিশ্বরেকর্ড গড়া হল না শীতল দেবীর। কারণ, এক(৭০৪) পয়েন্টের জন্য তাঁকে ছাপিয়ে গেছেন তুর্কির তিরন্দাজ।
তবে শীতল দেবী হয়ে গেছেন প্যারালিম্পিকের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ ভারতীয় প্যারা অ্যাথলিট। আর এই শীতলের হাত ধরেই ভারতের পদকের সম্ভবনা উজ্জ্বল বলেই মনে করছেন ভারতবাসীরা।