সংসদে হামলার হুমকি পান্নুনের! জারি কড়া সতর্কতা

এবার সংসদে হামলার হুমকি দিল খলিস্তানি নেতা গুরপতবন্ত পান্নু। ২০০১ সালের ১৩ ডিসেম্বর সংসদে হামলা হয়েছিল। সেই দিনটিতেই সংসদে হামলা করবে খলিস্তানিরা। এমনই হুমকি দিল পান্নুন। ওইদিনের আগে বা পরে হামলার হুমকি দিয়েছে সে। যে ভিডিওয় সে ওই হুমকি দিয়েছে তার শিরোনাম ‘দিল্লি বনেগা খলিস্তান’।

উল্লেখ্য, সোমবার থেকে সংসদে শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। যা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যেই খলিস্তানি নেতার এই হুমকি ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়তেই সতর্ক কেন্দ্র। গোয়েন্দা সংস্থাগুলির দাবি, আইএসআইয়ের কাশ্মীর-খলিস্তান গোষ্ঠী কে-২-ই পান্নুনকে সংসদে হামলার উস্কানি দিয়েছে।

কয়েকদিন আগেই এক মার্কিন রিপোর্টে দাবি করা হয়েছিল, মার্কিন মুলুকে খলিস্তানি নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে খুনের ছক কষছে ভারত। সেই জঙ্গিই এবার হুমকি দিল সংসদে হামলার। তাকে বলতে শোনা গিয়েছে, ভারতীয় সংস্থাগুলি তাকে হত্যার ছক কষলেও ব্যর্থ হয়েছে। এই পরিস্থিতিতে ১৩ ডিসেম্বরের আগে বা পরে খলিস্তানিরা সংসদে হামলা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + seventeen =