পানিহাটির ৫০৭ তম দণ্ড মহোৎসবে ভক্তদের ঢল

ব্যারাকপুর :পানিহাটির গঙ্গার তীরবর্তী মহোৎসবতলা ঘাটে শুক্রবার থেকে শুরু হল ঐতিহ্যবাহী দণ্ড মহোৎসব অর্থাৎ দই-চিঁড়ের মেলা। এবার এই মেলা ৫০৭ বছরে পড়ল। কথিত আছে, হরিনাম প্রচারের উদ্দেশ্যে নিত্যানন্দ মহাপ্রভুকে পানিহাটিতে পাঠান চৈতন্যদেব। ৫০৬ বছর আগে তৎকালীন সময়ে হুগলির সপ্তগ্রামের রাজার একমাত্র পুত্র রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ মহাপ্রভুর আশীর্বাদ না নিয়ে সেদিন চৈতন্য মহাপ্রভুর কৃপাশিস লাভের চেষ্টা করেছিলেন। বিষয়টি জানা মাত্রই বিরাগভাজন হন নিত্যানন্দ মহাপ্রভু । দণ্ড হিসেবে রঘুনাথ দাস গোস্বামীকে নিত্যানন্দ মহাপ্রভু তাদের ভক্তদের চিড়া-দধি-কলা ভোজন করানোর নির্দেশ দেন ।সেই থেকেই প্রতি বছর জৈষ্ঠ্য শুক্লা ত্রয়োদশীতে পালিত হয় দণ্ড মহোৎসব। শুধু পানিহাটি নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এই মহোৎসবে ভিড় জমান। তবে এদিন সকাল থেকেই প্রচুর ভক্ত সমাগম হয়েছে মহোৎসবতলা ঘাটে। ভিড় সমলাতে পানিহাটির পুরানো ও নতুন দুই ফেরিঘাট চালু রাখা হয়েছে। প্রসঙ্গত, গত বছর দণ্ড মহোৎসবে ভিড়ের চাপে ও গরমে অসুস্থ হয়ে তিন জনের মৃত্যু হয়েছিল। তবে এবছর যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই ব্যাপারে যথেষ্ট সতর্ক প্রসাসন। যদিও গত বছরের তুলনায় এবারে ভিড় কিছুটা কম। এ প্রসঙ্গে পানিহাটির বাসিন্দা ছন্দা ঘোষের দাবি, অসহ্য গরম ও মৃত্যুভয়ের কারণেও এবছর ভিড় কিছুটা কম। তবে এবারে প্রশাসন ও বিধায়কের সহযোগিতায় খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে। এখনও পর্যন্ত অপ্রীতিকর ঘটনার কোনও খবর নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =