নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: গ্রাম পঞ্চায়েত নির্বাচনের মুখে বাঘের আতঙ্কে জবুথবু বাঁকুড়ার কোতুলপুর। গতকাল গভীর রাতে পুকুর পাহারা দেওয়ার সময় একটি অজানা হিংস্র জন্তু পাহারাদারকে আক্রমণ করে বলে খবর ছড়িয়ে পড়ে কোতুলপুরের কামারবেড়ে গ্রামে। সকালে গিয়ে পাহারাদের ঘরের চারিদিকে হিংস্র জন্তুর থাবার ছাপ দেখতে পান এলাকাবাসী। এরপর থেকেই স্থানীয়দের মধ্যে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার কামারবেড়ে গ্রামের অদূরে একটি পুকুরে মাছ পাহারা দেন স্থানীয় কঙ্কাবতী গ্রামের বাসিন্দা কৃষ্ণপদ মল্লিক। পুকুর পাড়েই একটি কাঁচা ঘর নির্মাণ করে সেখানেই তিনি রাত কাটান। গতকাল রাত আড়াইটে নাগাদ কৃষ্ণপদ মল্লিক বাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে এলে একটি অজানা জন্তু তাঁকে লক্ষ্য করে ঝাঁপ দেয় বলে অভিযোগ। জন্তুটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কোনওক্রমে সেটির ছোঁয়া বাঁচিয়ে কৃষ্ণপদ বাড়ির মধ্যে ঢুকে পড়েন। এরপর আতঙ্কে রাতভর ওই ঘরেই ছিলেন বলে দাবি তাঁর। বৃহস্পতিবার সকালে গ্রামের মানুষ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন, পাহারাদারের ঘরের চারিদিকে কাদার মধ্যে হিংস্র জন্তুর থাবার দাগ রয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় বন দফতরে। বন দপ্তরের দাবি, জন্তুটি সিভেট ক্যাট বা ভামের মতো জন্তু হয়ে থাকতে পারে।