সমুদ্রে একে-৪৭-সহ অস্ত্রবোঝাই নৌকো ঘিরে চাঞ্চল্য মহারাষ্ট্রে

ফের ২৬/১১এর আতঙ্ক মুম্বইতে। বৃহস্পতিবার মহারাষ্ট্রের (Maharashtra) রায়গড় সমুদ্রসৈকতে দু’টি নৌকা থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে বেশ কিছু কাগজপত্রও পাওয়া গিয়েছে। তবে নৌকোতে কোনও যাত্রী ছিল না। আপাতত গোটা এলাকায় বিশেষ সতর্কতা জারি করেছে স্থানীয় পুলিশ। মনে করা হচ্ছে, ওই নৌকোগুলি ওমান থেকে আসছিল।

জানা গিয়েছে, রায়গড়ের হরিহরেশ্বর ঘাটে একটি অস্ত্র বোঝাই নৌকো (Boat Carrying Arms) ভেসে আসে। সেখান থেকে তিনটি একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে নৌকোতে ছিল প্রচুর কার্তুজও। অন্যদিকে ভারাদখোল এলাকাতে একটি লাইফবোট ভেসে আসে। সেখানেও কেউ ছিল না। উপকূল রক্ষা বাহিনী এবং স্থানীয় পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে।

গোটা ঘটনা প্রসঙ্গে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন, ‘এখনও নৌকাগুলির সঙ্গে জঙ্গি কার্যকলাপের যোগাযোগ পাওয়া যায়নি। এমনিতেই ভেসে এসেছে নৌকোগুলি। তবে কোনও ধরনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না আমরা। পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে।’

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের কাছে এই নিয়ে বিশেষ তদন্তের আবেদন জানিয়েছেন রায়গড়ের বিধায়ক অদিতি তাতকারে। বিধায়ক তাতকারে সাংবাদিকদের বলেন, ‘শুক্রবার দই হাণ্ডি উৎসব। ১০ দিন পরেই রয়েছে গণেশ উৎসব। এ সব উৎসবে বহু মানুষ জড়ো হন। নিরাপত্তার বিষয়টি এখানে খুবই গুরুত্বপূর্ণ।’ মহারাষ্ট্রের পর্যটনমন্ত্রী সুধীর মুনগান্তিওয়ার জানিয়েছেন, তদন্ত করার পরেই জানা যাবে কী উদ্দেশ্যে ওই নৌকাগুলি ভারতে এসেছিল।  তিনি বলেছেন, ‘স্বাধীনতা দিবসকে নিশানা করে জঙ্গি হামলার পরিকল্পনা হয়েছিল কিনা, তা জানা যায়নি। কার মদতে এই ঘটনা ঘটেছে, কোনও জঙ্গিদের সঙ্গে এই ঘটনার যোগ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হবে। তদন্ত শেষ হওয়ার পরেই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে। তারপরেই আগামী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 17 =