১ হাজার কোটি টাকায় তৈরি ‘কাল্কি ২৮৯৮ এডি’ (Kalki 2898 AD) সিনেমার পর প্রভাসের নতুন সিনেমার তোরজোর শুরু হয়ে গেল। প্যান ইন্ডিয়া স্টার প্রভাস ‘রাজা সাব’ (Rajasaab) এর হাত ধরে আবারও পড় পর্দায় আসছেন। সঙ্গে থাকবেন সঞ্জয় দত্ত, মালভিকা মোহনা, নিধি আগরওয়াল, ঋদ্ধি কুমার, বোমান উরানি।
সদ্য প্রকাশ পেয়েছে সিনেমার প্রথম পোস্টার। পোস্টারে রয়েছেন সঞ্জয় ও প্রভাস। ট্রেলার মুক্তি পাবে ২৯ সেপ্টেম্বর সন্ধে ৬ টায়। রাজা সাব একটি হরর কমেডি সিনেমা। ছবির প্রোডাকশন হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ অপেক্ষার অবসান, ২৯ তারিখ একটি সারা বিশ্বে মজা, ভয় মিলেমিশে উপভোগ করবে। শোনা যাচেছ, ‘রাজা সাব’ ভারতীয় সিনেমায় সবথেকে দামী সিনেমা হতে চলেছে।
প্রথমে সিনেমাটি চলতি বছরের এপ্রিল মাসে মুক্তির কথা বলা হলেও পরে তা পিছিয়ে ৫ ডিসেম্বর করা হয়। গ্রাফিক্স ও পোস্ট প্রোডাকশন কাজের জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন নির্মাতারা।

