গুজরাত উপকূলে আটক ৩৫০ কোটির মাদক বোঝাই পাকিস্তানি নৌকো

আরব সাগরের উপকূল থেকে শনিবার ভোররাতে মাদক বোঝাই নৌকো-সহ পাকিস্তানের ৬ জন নাগরিককে গ্রেপ্তার করেছে উপকূলরক্ষী বাহিনী এবং গুজরাত পুলিশের সন্ত্রাস দমন দলের (এটিএস) যৌথ বাহিনী। ঘটনায় উদ্ধার হয়েছে প্রায় ৫০ কিলোগ্রাম হেরোইন।

গুজরাত পুলিশের জিডি আশিস ভাটিয়া শনিবার বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেয়েছে করাচির কুখ্যাত মাদক ব্যবসায়ী মহম্মদ কাদের ওই নৌকায় মাদক পাঠিয়েছিল। ধৃতদের জেরা করে জানার চেষ্টা চলছে, ভারতে তারা কোথায় এবং কার কাছে মাদক পাচার করতে এসেছিল।’

গুজরাত পুলিশ সূত্রের খবর, ভারতীয় জলসীমার অনেকটা ভিতরে ঢুকে কচ্ছের জখৌ বন্দর এলাকার কাছে চলে এসেছিল আল শাকর নামে পাকিস্তানি নৌকোটি। নির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সেটিকে ধরা হয়। গ্রেপ্তার করা হয় পাক মাদক পাচারকারীদেরও। উদ্ধার হওয়া মাদকের দাম প্রায় ৩৫০ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 7 =