ওডিআই বিশ্বকাপে ‘০-৭’ পিছিয়ে পাকিস্তান

বিশ্বকাপের মঞ্চে ভারতকে কখনও হারাতে পারেনি পাকিস্তান। ২০২১ সাল অবধিও একথা বলা যেত। কিন্তু সে বার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারায় পাকিস্তান। বিশ্বকাপে ওই এক বারই। ওয়ান ফরম্যাটের বিশ্বকাপে এখনও ৭-০’ তে এগিয়ে ভারত। রাত পোহালে আরও এক বার বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। এশিয়ার সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ। প্রায় লক্ষাধিক সমর্থক। ভারতীয় টিমের লক্ষ্য থাকবে ওয়ান ডে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে স্কোর লাইন ৮-০ করার দিকেই। অন্য দিকে, পাকিস্তান ‘মরিয়া’ এ বার অন্তত ৭-১ হোক। যদিও এই নিয়ে প্রশ্নে মজার উত্তর পাওয়া গেল পাকিস্তান অধিনায়ক বাবর আজমের থেকে। সাংবাদিক সম্মেলনে বেশ কয়েক বার ৭-০ নিয়ে খোঁচা দেওয়া হয় পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে। মাঠে কী ভাবে চাপ সামলাবেন, এ নিয়েও অনেক প্রশ্ন ছিল। বাবর চেষ্টা করেছেন সাধ্যমতো উত্তর দিতে। ঘুরে ফিরে একই প্রশ্ন আসতেই কি চাপে পড়লেন বাবর? তাঁকে বলা হয়, এটা বড় ম্যাচ। অনেকেই আপনাদের বলছে, এই ম্যাচটা জিততেই হবে। বিশ্বকাপের মঞ্চে ৭-০ বড্ড একপেশে লড়াই নয় কি? মাঠের বাইরের এই চাপ কী ভাবে সামলাবেন? বাবর বলেন, ‘আমার কাছে এ ধরনের কোনও বিষয় নিয়ে কিন্তু ফোন আসেনি।’ বাবরের এই উত্তরে স্বাভাবিক ভাবে হালকা মেজাজ ধরা পড়ে। আরও যোগ করেন, ‘তবে হ্যাঁ, আমার কাছে কিন্তু টিকিটের আব্দার করে অনেক ফোন এসেছে। বেশির ভাগ সময়ই টিকিট চেয়ে ফোন আসে। তাই মাঠের বাইরের কোনও বিষয় নিয়ে ভাবছি না।’ কিছুটা গম্ভীর হয়ে পরিসংখ্যান দিলেন, ‘ওয়ান ডে বিশ্বকাপে না হলেও ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা ভারতকে হারিয়েছি। ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালেও ভারতকে হারিয়েছি। আগে কোনও দিনই বিশ্বকাপে হারাতে না পারার পরিসংখ্যান কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে বদলেছি। আমাদের বিশ্বাস, আমরা আবারও সেটা করতে পারি। সেই আত্মবিশ্বাস নিয়েই নামব। কাল কী হবে, কেউ জানে না। আমরা বিশ্বাস করি, জিততে পারব। সেই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + two =