৫৬ রানে শেষ পাকিস্তান! বিশ্বকাপে বিদায় ভারতেরও

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায় হয়ে গেল ভারতের। টুর্নামেন্ট শুরু হয়েছিল নিউজিল্যান্ডের কাছে হার দিয়ে। সেখানেই অনেকটা পিছিয়ে পড়ে ভারত। এরপর পাকিস্তানের বিরুদ্ধে মেগা ম্যাচে জিতলেও নেট রান রেটে খুব একটা উন্নতি করতে পারেনি। তবে শ্রীলঙ্কার বড় ব্যবধানে জয় ভারতকে টুর্নামেন্টে টিকিয়ে রেখেছিল। প্রয়োজন ছিল গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানো। এরপরও অপেক্ষায় থাকতে হত। অস্ট্রেলিয়ার কাছে হারের পরই ভারতের বিদায় কার্যত নিশ্চিত হয়ে যায়। একটা ক্ষীণ আশা অবশ্য ছিল। আজ পাকিস্তান যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দিত, সেক্ষেত্রে নেট রান রেটে সুযোগ থাকত ভারতের। কিন্তু পাকিস্তানের বিশাল হার, তাদের পাশাপাশি ভারতকেও বিশ্বকাপ থেকে ছিটকে দিল।

অস্ট্রেলিয়ার কাছে হারের পর ভারতের সেমিফাইনাল স্বপ্ন আর এক বিন্দুও নিজেদের হাতে ছিল না। নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলকে পাকিস্তানের তথাকথিত অনভিজ্ঞ দল হারিয়ে দেবে, এমন সম্ভাবনা ক্ষীণ ছিল। কিন্তু পাকিস্তানের বোলাররা সেই স্বপ্নই দেখিয়েছিলেন। বিশেষ করে বলতে হয় স্পিনার নাসরা সান্ধুর কথা। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন। নির্ধারিত ২০ ওভারে মাত্র ১১০ রান তোলে নিউজিল্যান্ড।

পাকিস্তানের টার্গেট দাঁড়ায় মাত্র ১১১। ভারতীয় ক্রিকেট প্রেমীরা আশায় বুক বেঁধেছিলেন। এই রান টি-টোয়েন্টিতে খুবই ছোট টার্গেট। পাকিস্তান ব্যাটাররা ধৈর্য দেখাতে পারলে জিততেই পারত। কিন্তু মুনিবা আলি এবং ক্যাপ্টেন ফাতিমা ছাড়া কেউ দুই অঙ্কের রানে পৌঁছতে পারলেন না। ইনিংসে দুটো রান আউট। ১১.৪ ওভারে মাত্র ৫৬ রানেই অলআউট পাকিস্তান। লেগ স্পিনার অ্যামেলিয়া কের ৩ উইকেট নেন। এডেন কার্সন ৩ ওভারে ১টি মেডেন সহ মাত্র ৭ রান দিয়ে ২ উইকেট নেন। ৫৪ রানের জয়ে অস্ট্রেলিয়ার পাশাপাশি গ্রুপ এ থেকে সেমিফাইনালে জায়গা করে নিল নিউজিল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 13 =