বরাবাঁকি : রেলওয়ে ওভারব্রিজের রেলিং ভেঙে প্লাইউড বোঝাই ট্রাক পড়ল ২৫ ফুট নীচের রেললাইনে। অল্পের জন্য রক্ষা পেল অমৃতসর থেকে বিহারের সহরসাগামী গরিব রথ এক্সপ্রেস ট্রেন।
ওই ট্রেন পাশের রেল লাইন দিয়ে ছুটছিল। বুধবার রাত ৯টা নাগাদ উত্তর প্রদেশের বরাবাঁকি জেলায় দুর্ঘটনা।
পুলিশ ও রেল সূত্রে খবর, ট্রাক নীচে পড়ার সময় ওভারহেড বিদ্যুতের তার ছিঁড়ে যায়। তার জেরে বিদ্যুৎ সংযোগ ছিন্ন হওয়ায় গরিব রথ এক্সপ্রেস দাঁড়িয়ে যায়। তা না হলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটত। দুর্ঘটনায় গুরুতর জখম হন ট্রাকচালক। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

