ওমানকে হারিয়ে কাফা নেশনস কাপের তৃতীয় স্থানা অর্জন করল খালিদ জামিলের ভারতীয় দল। জয় ছাড়াও ভারতের অসামান্য লড়াই মনে রাখার মতো। এবং অত্যন্ত প্রশংসনীয়ও বটে। শেষ কবে ভারতের ফুটবল দল এই লড়াই দেখিয়েছিল তা ভাবার বিষয়। সাম্প্রতিক মানালো যুগে তো দেখা যায়নি। ওমানের বিরুদ্ধে নির্ধারিত সময় শেষে ম্যাচের ফলাফল ছিল ১-১। অতিরিক্ত সময় পেরিয়ে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ভারতের থেকে র্যাঙ্কিংয়ে ৫৪ ধাপ পিছিয়ে থাকা ওমানকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে জিতল ভারত।
ওমানের বিরুদ্ধে ম্যাচে মাঝমাঠকে শক্তিশালী করার কৌশল নিয়ে মাঠে নেমেছিল ভারত। রক্ষণ সামলে সুযোগ পেলেই আক্রমণে গিয়েছেন ছাংতে-আনোয়াররা। প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হয়। প্রথমে পিছিয়ে পড়ে ভারত। বক্সের ভিতর ক্রস পেয়ে গোল করেন আহমাদি। গুরপ্রীত চেষ্টা করেও বল বাঁচাতে ব্যর্থ। তারপর ৮২ মিনিটে সমতা ফেরায় উদান্তা সিং -এর হেড। অতিরিক্ত সময়েও ফলাফল ছিল ১-১। ট্রাইব্রেকারে ৩-২ গোলে জয়লাভ করে ভারত। কাফা নেশনস কাপ প্রমাণ করল ভারতীয় দল লড়াই করতে জানে৷ হার না মেনে লড়াই চালিয়ে যাওয়াই জয়ের অস্ত্র খালিদের ভারতের।

