প্রচারে দলীয় কর্মীদেরই বিক্ষোভের মুখে হাওড়ার বিদায়ী তৃণমূল সাংসদ প্রসূন

সোমবার বেলগাছিয়ার মনসাতলায় প্রচারে বের হন হাওড়া সদর তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। এইদিন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারিকে সঙ্গে নিয়ে হুডখোলা জিপে প্রচার করছিলেন প্রার্থী। সেই সময় দলের বেশ কিছু পুরানো কর্মী প্রসূনকে নিয়ে বিক্ষোভ দেখান। তারা প্রসূন বন্দ্যোপাধ্যায়কে গো ব্যাক স্লোগানও দেন। বিক্ষোভের ঘটনাতে প্রসূন বন্দ্যোপাধ্যায় ধৈর্য হারিয়ে ফেলেন। আর এই ছবি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অপরদিকে দলের পুরনো কর্মীদের অভিযোগ লোকসভা নির্বাচনের প্রস্তুতি নেওয়া হলেও শিবপুর বিধানসভা কেন্দ্রের পুরনো দলীয় কর্মীদের সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি। এমনকি বুথে বুথে কিভাবে দায়িত্ব পালন করা হবে সে ব্যাপারেও তাদের সঙ্গে ডেকে কথা বলা হয়নি। এই নিয়ে তাঁরা সাংসদকে বারবার জানালেও কোন ব্যবস্থা না নেওয়ায় তাঁরা কার্যত ক্ষোভে ফেটে পড়েন। বিক্ষুব্ধ সমর্থকরা জানিয়েছেন যদি এভাবে সব বিষয় চলতে থাকে তবে শিবপুর বিধানসভা কেন্দ্র থেকে লিড পাওয়া দলের পক্ষে কঠিন হবে।
অপরদিকে হাওড়া সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী এই ঘটনার তীব্র কটাক্ষ করে বলেন, যেভাবে শিবপুর বিধানসভা কেন্দ্র এলাকায় তোলাবাজি সহ নানা ধরনের কাটমানির খেলা চলছে। তাতে মন্ত্রী এবং সাংসদ দুজনেই দায়ী। সাংসদ এবং মন্ত্রী দুজনেই দুর্নীতির সঙ্গে যুক্ত। তাই আজ মানুষ ক্ষোভ চেপে রাখতে না পেরে বিক্ষোভ দেখান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 14 =