নয়াদিল্লি : আচমকাই বুধবার রাতে সমগ্র বিশ্বে হঠাৎ করেই পরিষেবা থমকে যায় ফেসবুক, হোয়াটসঅ্যাপে। থমকে যায় ইনস্টাগ্রামও। যার জেরে ব্যাপক সমস্যায় পড়েন ব্যবহারকারীরা। বুধবার গভীর রাতে এই তিনটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভ্রাট দেখা দেয়। অনেক রাত পর্যন্ত পরিষেবা ঠিক হয়নি। পরে অবশ্য সমস্যা মিটিয়ে ফেলে মেটা।
কিন্তু কী কারণে এই সমস্যা দেখা দিয়েছিল, তা নিয়ে মেটার তরফে কিছুই জানানো হয়নি। বুধবার রাত সাড়ে এগারোটা থেকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রাম, মেসেঞ্জার-এর গ্রাহকরা সমস্যার সম্মুখীন হন।
মেটার তরফে জানানো হয়, ‘আমরা জানতে পেরেছি, প্রযুক্তিগত সমস্যার কারণে কিছু ব্যবহারকারীরা আমাদের অ্যাপ ব্যবহার করতে পারছেন না। আমরা যত তাড়াতাড়ি সম্ভব পরিষেবা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য কাজ করছি এবং অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থী।’