ওটিটি-সহ সব মিডিয়া থেকে সমস্ত পাকিস্তানি কনটেন্ট সরানোর নির্দেশ

নয়াদিল্লি : ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক পাকিস্তানে তৈরি হওয়া কন্টেন্ট সম্প্রচারের ক্ষেত্রে নিষাধাজ্ঞা আরোপ করেছে।

সাম্প্রতিক পহেলগাঁও জঙ্গি হামলার পর কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে কড়া নির্দেশ—ভারতের ওটিটি প্ল্যাটফর্ম, মিডিয়া স্ট্রিমিং সার্ভিস এবং সব ধরনের ডিজিটাল মিডিয়াকে অবিলম্বে সমস্ত পাকিস্তানি কনটেন্ট সরিয়ে ফেলতে হবে।

জাতীয় নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ করা হয়েছে, এমনই জানিয়েছে মন্ত্রক। ভারতের সার্বভৌমত্ব, প্রতিরক্ষা, আন্তর্জাতিক সম্পর্ক বা গণশৃঙ্খলার পরিপন্থী কোনও ডিজিটাল কনটেন্ট রাখা চলবে না। ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাওয়া পাকিস্তানি সিনেমা, ওয়েবসিরিজ, গান বা পডকাস্ট—যা বিনামূল্যে হোক বা সাবস্ক্রিপশনের আওতায়—সবই নিষিদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + fourteen =