নয়াদিল্লি : বিরোধী দল নিজস্ব নীতিতে অটল থাকবে, জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়।
সোমবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌগত বলেন, “বিরোধীরা নিজেদের নীতিতে অটুট থাকবে। এসআইআর এবং দিল্লিতে সন্ত্রাসী হামলার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি রয়েছে, যা বিরোধীরা ধারাবাহিকভাবে উত্থাপন করবে। আমরা রাজ্যগুলিকে বকেয়া পরিশোধ না করার বিষয়টিও উত্থাপন করব।”
উল্লেখ্য, সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। জিরো আওয়ারে আলোচনার দাবিতে বিরোধীদের হট্টগোলের পর লোকসভা এদিন দুপুর ১২টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।

