আসানসোলে ভোট লুঠের চেষ্টার আশঙ্কা বিরোধীদের

নিজস্ব প্রতিবেদন, পশ্চিম বর্ধমান: সোমবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোল কেন্দ্রে ভোটগ্রহণ। রবিবার ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছে গিয়েছেন ভোটকর্মীরা। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে প্রশাসনের দাবি। প্রশাসন শান্তিপূর্ণ ভোটের আশ্বাস দিলেও বিরোধীদের আশঙ্কা ভোট লুঠের চেষ্টা হতে পারে। শাসকদল ভোট লুঠের ষড়যন্ত্র করছে বলে আশঙ্কা তাদের।
বিধায়ক তথা বিজেপি নেতা লক্ষণ ঘোড়ুই রবিবার সন্ধ্যায় বলেন, ‘প্রথম তিন দফা ভোট শান্তিতে হয়েছে, তবে আসানসোল দুর্গাপুরে ভোট টাফ হবে। কারণ এখানে শান্তিপূর্ণ ভোট হলে শাসকদলের হার নিশ্চিত। তাই তারা ভোট লুঠের চেষ্টা করবে। প্রতিটি বুথে বিজেপির পোলিং এজেন্ট বসলে শাসকদলের পরিকল্পনা বানচাল হবে। তাই বিজেপির সম্ভাব্য পোলিং এজেন্টদের ঘরে ঘরে গিয়ে তৃণমূল প্রভাবিত করার চেষ্টা করছে বলে খবর আসছে। তাই নির্বাচক কমিশনকে আমরা বলেছি আসানসোল লোকসভা কেন্দ্রের প্রতিটি পোলিং স্টেশনে বিশেষ নজর দেওয়ার জন্য।’ ভোট লুঠের চেষ্টা হলে দলের কর্মীরা প্রতিরোধ গড়ে তুলবে বলে জানান লক্ষণবাবু।
অন্যদিকে ,সিপিএমের জেলা কমিটির সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় বলেন, ‘শেষ দু’-তিনটি নির্বাচনের অভিজ্ঞতা ভালো নয়। কেন্দ্রীয় বাহিনী ছিল ঠিকই তবে বাহিনীকে কাজ করতে দেওয়া হয়নি। এবারও শাসকদল বাহিনীকে ম্যানেজ করার চেষ্টা চালাচ্ছে।’ নির্বাচন কমিশনকে এ ব্যাপারে সজাগ থাকতে হবে নয়তো ভোট প্রহসনে পরিণত হবে বলে আশঙ্কা প্রকাশ করেন গৌরাঙ্গবাবু।
প্রশাসনের অবাধ নির্বাচনের আশ্বাস ও বিরোধীদের অভিযোগ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য কমিটির নেতা ভি শিবদাসন দাশু বলেন, ‘এই কেন্দ্রে বিজেপির হার নিশ্চিত। সিপিএম নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য নির্বাচনে লড়ছে। বিরোধীদের কোনও সংগঠন নেই, ওরা বুথে বসার জন্য পোলিং এজেন্টও খুঁজে পাচ্ছে না। তাই তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে ওরা পরাজয়ের অজুহাত তৈরি করে রাখছে। আমরা শান্তিপূর্ণ ভোট চাই। ওরাই অশান্তি চাইছে, তাই মিথ্যা অভিযোগ করে বাজার গরম করার চেষ্টা করছে বিরোধীরা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 15 =