কলকাতা: তিনি আমাদের উপহার দিয়েছেন বহু গান। তাঁর সুরের যাদুতে মুগ্ধ হয়েছে অগণিত মানুষ।
২০২২ সালের গোড়ায় প্রয়াত হয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। সেই মৃত্যুর পর বছর দেড়েকও কাটেনি, নতুন করে ধাক্কা খেলেন সন্ধ্যা-ভক্তরা। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে গীতশ্রীর সন্ধ্যা মুখোপাধ্যায়ের লেক গার্ডেন্সের বাড়ি। সেখানে মাথা তুলে দাঁড়াবে কোনও বহুতল। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে বাড়ির ধ্বংসাবশেষের ছবি। সেই ছবি দেখে মনখারাপ নেটিজেনদের।
শিল্পীর স্মৃতিবিজড়িত বাড়িটির ভগ্ন ছবি দেখে অনেকেই ক্ষুব্ধ, অনেকেই দীর্ঘ নিঃশ্বাস ফেলছে। প্রায় নিশ্চিহ্ন বাড়িটির ফলকলিপিতে লেখা এখনও পড়া যাচ্ছে ‘এস. গুপ্তা’। ইতিউতি উঁকি দিচ্ছে বড়ে গুলাম আলির ছবি। সেই ছবি ইতিমধ্যেই সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে নিজের বাড়িতে সসম্মানে পুনঃপ্রতিষ্ঠিত করেছেন এক নেটিজেন! সেগুলিও মুহূর্তেই মুছে যাবে।
শিল্পীর প্রয়াণের পর তাঁর পরিবার সিদ্ধান্ত নিয়েছেন বাড়িটি বিক্রি করে দেওয়ার, এতে আর কারও কিছু বলার থাকে না। এই ক্ষোভ নেহাতই আবেগজনিত। দ্রুত বদলে যাচ্ছে বাঙালির জীবনযাপন। তবু যে নামগুলি এখনও বঙ্গজীবনের সঙ্গে রয়েছে তার মধ্যে সন্ধ্যা মুখোপাধ্যায় অবশ্যই একজন।
হেমন্ত-মান্না-শ্যামলের পাশাপাশি সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠ আজও প্লে লিস্টে জ্বলজ্বল করে। ‘গানে মোর কোন ইন্দ্রধনু’, মধু মালতী’র মতো গানে মজে রয়েছে নয়া প্রজন্মও। সেই মানুষটির স্মৃতির বাড়ি এভাবে শেষ হয়ে যেতে দেখে অনেকেই কষ্ট পাচ্ছেন।