অনশন মঞ্চে অসুস্থ আরও এক আন্দোলনকারী

অনশন মঞ্চে ফের অসুস্থ হয়ে পড়লেন আরও এক আন্দোলনকারী। মহার্ঘ ভাতার দাবিতে শনিবার ৩৭ দিনে পা রাখে সরকারি কর্মী সংগঠনগুলির যৌথমঞ্চের অনশন। এদিন সকালে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকেও যোগ দিতে দেখা যায় এই অনশন কর্মসূচিতে। এরই মাঝে অসুস্থ হয়ে পড়েন পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক শিক্ষক সমরেন্দ্রনাথ রায়। এরপরই দ্রুত তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। এর আগেও একাধিক আন্দোলনকারীকে অসুস্থ হয়ে পড়তে দেখা গিয়েছে, তবু মঞ্চ ছাড়তে রাজি হননি তাঁরা।
এদিকে অনশনের পাশাপাশি আন্দোলনের ঝাঁঝ বাড়াতে শনিবার থেকে ডিজিটাল স্ট্রাইক শুরু করেছেন আন্দোলনকারীরা। এর ফলে সরকারি কাজে ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা করছেন অনেকেই।
প্রসঙ্গত, এই আন্দোলনের অন্যতম মুখ ভাস্কর ঘোষকেও এর আগে বারবার অসুস্থ হয়ে পড়তে দেখা যায়। এদিকে এদিন অনশন মঞ্চে তাঁর পাশে দেখা গেল তাঁর মা-কেও। ছেলের লড়াইতে সামিল হন তিনিও। ভাস্কর ঘোষের মায়ের দাবি, ডিএ দিতেই হবে সরকারকে। এটা প্রাপ্য। তবে এভাবে অনশন করে সেই প্রাপ্য আদায় করা যাবে না বলেও মনে করেন তিনি। তাঁর মতে, মুখোমুখি লড়াই করতে হবে এবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + twenty =