নদীয়া : নদীয়া জেলার তেহট্টে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনায় গুরুতর আহত আরও চার জন। দুর্ঘটনাটি ঘটেছে নদীয়ার তেহট্ট থানার অন্তর্গত ইসলামপুর কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের উপরে।
মৃতের নাম সুজিত কুমার বিশ্বাস (৪৭)। তিনি নদীয়ার করিমপুরের বাসিন্দা। এ ছাড়াও এই ব্যক্তির স্ত্রী ও পরিবারের সদস্যরা গুরুতর আহত হয়েছেন।
পুলিশ সূত্রে খবর, এদিন সকালে গাড়িতে করে কল্যাণীতে ঠাকুর দেখতে গিয়েছিল বিশ্বাস পরিবার। ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সেই গাড়িটি একটি গাছে ধাক্কা দেয়। তাতেই একজনের মৃত্যু হয়েছে।

