উত্তর ২৪ পরগনা : পাসপোর্ট জালিয়াতি মামলার তদন্তে এবার দত্তপুকুর থানা এলাকা থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। বুধবার ভোরে (মতান্তরে মঙ্গলবার রাতে) দত্তপুকুর থানার অন্তর্গত ছোট জাগুলিয়া অঞ্চল থেকে পাকড়াও করা হয় তাঁকে।
ধৃতের নাম মোক্তার আলম। ২০২১ সালে চুঁচুড়া থানার একটি মামলাতেও তাঁকে গ্রেফতার করা হয়েছিল। পরে ছাড়া পেয়ে যান। ধৃত মোক্তারের থেকে বেশ কয়েকটি এটিএম কার্ড পাওয়া গিয়েছে। এ ছাড়া ভিন্ন ভিন্ন মানুষের নামে থাকা কিছু প্যান কার্ডও বাজেয়াপ্ত করা হয়েছে।
জাল পাসপোর্ট মামলার তদন্তে ইতিমধ্যে একাধিক অভিযুক্তকে গ্রেফতার করেছে লালবাজার। পুলিশের সন্দেহ, ভুয়ো নথিপত্রের মাধ্যমে জাল পাসপোর্ট বানিয়ে দিচ্ছে একটি চক্র। ওই মামলার তদন্তে কলকাতা এবং শহরতলির বেশ কিছু অঞ্চলে হানা দেয় পুলিশের দল। সম্প্রতি উত্তর ২৪ পরগনার বসিরহাটেও জাল পাসপোর্ট মামলার তদন্তে পুলিশের অভিযান চলেছে। ধরপাকড়ও হয়েছে। এরই মধ্যে গ্রেফতার করা হয় অভিযুক্ত মোক্তারকে।

