শ্রীনগর : সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযানে আবারও সাফল্য পেল সুরক্ষা বাহিনী। জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় এনকাউন্টারে মৃত্যু হয়েছে এক জঙ্গির। এছাড়াও জেসিও-সহ তিনজন জওয়ান আহত হয়েছেন।
শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও গুলির লড়াই চলছে। গোটা এলাকা চারিদিক থেকে ঘিরে রেখেছে সিআরপিএফ, জম্মু ও কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনী।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, কুলগাম জেলার গুড্ডের বনাঞ্চলে সন্ত্রাসবাদীদের উপস্থিতির খবর পাওয়া যায়। সেই খবর পাওয়ার পর সোমবার সকালে ওই এলাকায় অভিযান চালায় সুরক্ষা বাহিনী। অভিযান চলাকালীন জঙ্গিরা প্রথমে গুলি চালায়। সুরক্ষা বাহিনীও যোগ্য জবাব ফিরিয়ে দেয়, এনকাউন্টারে এক জঙ্গির ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। দুঃখের বিষয় হল, গুলির লড়াই চলাকালীন একজন জুনিয়র কমিশনড অফিসার-সহ ৩ জন জওয়ান আহত হয়েছেন।

