সেনা-পুলিশের যৌথ অভিযানে নিকেশ এক জঙ্গি

কাশ্মীরি পণ্ডিতকে হত্যার একদিন পরে সেনা-পুলিশের যৌথ অভিযানে খতম করা হল এক জঙ্গিকে। মৃত জঙ্গির নাম আকিব মুশতাক ভাট। গত রবিবার পুলওয়ামায় কাশ্মীরি পণ্ডিত সঞ্জয় শর্মার খুনের ঘটনায় মৃত জঙ্গির হাত রয়েছে বলে দাবি কাশ্মীর পুলিশের। নিরাপত্তাবাহিনী সূত্রে খবর, কাশ্মীরি পণ্ডিতকে হত্যার ঘটনার পর অবন্তীপোরা এলাকায় জঙ্গিদের ডেরায় সন্ধান পাওয়া যায়।এরপই নিরাপত্তাবাহিনী ও কাশ্মীর জোন পুলিশ যৌথ তল্লাশি অভিযানে নামে। যৌথ বাহিনীর উপস্থিত কথা জানতে পেরে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব নিরাপত্তাবাহিনী। এই গুলি বিনিময়ের সময়েই মারা যায় আকিব মুশতাক ভাট নামে এই জঙ্গি। এরই পাশাপাশি বাকি জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছে যৌথ বাহিনী। এদিকে, কাশ্মীর পণ্ডিত খুনের ঘটনায় জড়িত জঙ্গির মৃত্যুর খবর নিশ্চিত করতে মঙ্গলবার কাশ্মীর জোন পুলিশের তরফে একটি টুইটও করা হয়। টুইটে জানানো হয়, মৃত এই জঙ্গি লস্করের ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’অর্থাৎ টিআরএফ-এর সদস্য। এদিকে সূত্রে খবর, গত রবিবার সঞ্জয় শর্মা নামে যে কাশ্মীরি পণ্ডিতকে খুন করা হয় তিনি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় ব্যাঙ্কের নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন তিনি। ঘটনার দিন সকালে বাজারে যআওযার পথে জঙ্গিরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে চিকিৎসকরা সঞ্জয়কে মৃত ঘোষণা করেন। গত বছর অক্টোবরের পর এই প্রথম কাশ্মীরে ফের জঙ্গি হামলার ঘটনা ঘটে। গত বছর একের পর এক কাশ্মীরি পণ্ডিতদের উপর জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। তিন জন কাশ্মীরি পণ্ডিত সহ মোট ১৪ জনের মৃত্যু হয়। সেই সময় পণ্ডিত খুনের ঘটনায় কাশ্মীর জুড়ে প্রতিবাদ-বিক্ষোভ সংগঠিত হয়।এরপর গত অক্টোবর পর থেকে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসে। কিন্তু গত ২৬ ফেব্রুয়ারির ঘটনা, নতুন করে আতঙ্ক তৈরি হয় কাশ্মীরি জনগণের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 1 =