কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র তরফ থেকে এবার দিল্লিতে তলব করা হল বোলপুরের ২৬ লাখ টাকার লটারি বিজেতা এক রাজমিস্ত্রিকে। সূত্রের খবর, এই রাজমিস্ত্রির নাম তপন বিশ্বাস। বোলপুরের কালিকাপুরের বাসিন্দা তপনবাবু ২৬ লাখ টাকা লটারি জেতার পর সেই লটারি টিকিট নগদ টাকার মাধ্যমে কিনে নিয়েছিলেন অনুব্রত মণ্ডল। অনুব্রত কাণ্ডে এই ঘটনার ব্যাপারে বিশদ জানতেই নাকে তাঁকেই দিল্লিতে তলব করা হয়েছে ইডি-র তরফ থেকে, অন্তত সূত্রে এমনটাই খবর। সূত্রে খবর, প্রায় চার বছর আগে লটারি টিকিট কেটে ২৬ লাখ টাকার পুরস্কার পান তপন। পরে সেই টিকিট অপর এক ব্যক্তির মাধ্যমে কিনে নেন অনুব্রত মণ্ডল। এই ঘটনায় ফের সেই প্রশ্নই উঠে গেল, তবে কি লটারির টিকিট কেনা বেচার মাধ্যমে গোরু পাচার মামলার কালো টাকা সাদা করা হত কি না তা নিয়েই। আর তারই জবাব পেতে এবার দিল্লিতে তলব করা হয় তপনবাবুকে। ইডি সূত্রে খবর, আগামী ২৮ তাঁকে ইডি-র দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এটা প্রথম নয়। এর আগেও লটারি জয়ের বিষয়টি ইডি-র নজরে ছিল। তদন্তে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ একাধিক জনের লটারি পাওয়ার বিষয়টি সামনে এসেছে আগেই।
উল্লেখযোগ্যভাবে, অনুব্রত মণ্ডলের নিজের এক কোটি টাকার লটারি পাওয়া নিয়ে রীতিমতো তুঙ্গে ওঠে জল্পনা। একটি ছবিও ভাইরাল হয় যেখানে দেখা যায় তিনি ১ কোটি টাকা লটারি পেয়েছেন। যদিও তাঁর লটারি প্রাপ্তির খবর সত্যি কিনা সেই নিয়ে মন্তব্য করেননি অনুব্রত। তবে তিনি জানিয়েছিলেন, যদি তিনি লটারি পান সেক্ষেত্রে সেই টাকা তিনি মানুষের উন্নয়নের জন্য দান করবেন। তবে অনুব্রত মণ্ডলের লটারি পাওয়ার খবরের সত্যতা এখনও সামনে আসেনি।
এদিকে শুক্রবার দিল্লিতে ইডি-র দপ্তরে হাজিরা দেন অনুব্রত মণ্ডলের রাঁধুনি বিজয় রজক। তাঁর অ্যাকাউন্টে হিসাব বর্হিভূত অর্থ রয়েছে উঠেছে এই অভিযোগও। এদিকে বিজয়ের পরিবারের সদস্যদের দাবি, তিনি সম্পূর্ণ নির্দোষ এবং তাঁদের ছেলেকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে।