আলিপুরদুয়ারে হাতির হানায় মৃত্যু ব্যক্তির, জখম আরও একজন

আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পের নারারথলি বনাঞ্চলের ভেতর ঝোরায় মাছ ধরতে গিয়ে হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। গুরুতর জখম হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে নারারথলি বিটের এনআর-২ কম্পার্টমেন্টে। বনদপ্তর সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম নারায়ণ ঘোষ (৫৬)। জখমের নাম সুভাষ বর্মন। দুজনেই শিপ্রা গ্রামের বাসিন্দা। পাঁচটি হাতির আক্রমণে জখম হন ওই দুজন। খবর পেয়ে সাউথ রায়ডাক রেঞ্জের বনকর্মীরা ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় নারায়ণ ঘোষ নামে ওই ব্যক্তির মৃত্যু হয়। অপর ব্যক্তি গুরুতর জখম অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

সাউথ রায়ডাক রেঞ্জের অফিসার অমিতেষ সথপতি জানান, জখম অবস্থায় দুই ব্যক্তিকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর একজনের মৃত্যু হয়েছে। অপর ব্যক্তি চিকিৎসাধীন। কোনও অনুমতি ছাড়া প্রবেশের পর যেহেতু সংরক্ষিত বনাঞ্চলে এই ঘটনাটি ঘটেছে তাই এক্ষেত্রে কোনও ক্ষতিপূরণ পাবেন না মৃতের পরিবার। তবে জখম ব্যক্তির চিকিৎসার সবরকম ব্যবস্থা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =