গলায় ব্লেড চালানোর অভিযোগে ধৃত এক

নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: এক ব্যক্তির গলায় ধারালো ব্লেড দিয়ে তাঁকে আহত করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করল নাদনঘাট থানার পুলিশ। ধৃতের নাম বিকাশ ওঁরাও। তাঁর বাড়ি পূর্বস্থলী ১ ব্লকের বড়কোবলা আলুরডাঙা এলাকায়। ধৃতকে মঙ্গলবার মহকুমা আদালতে পেশ করে পুলিশ। উল্লেখ্য, সোমবার পূর্বস্থলী ১ ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের আলুরডাঙা প্রাথমিক বিদ্যালয়ের ভোট দিতে গিয়েছিলেন বিষ্টু ওঁরাও নামের ব্যক্তি।
ভোট দিয়ে তিনি বেরিয়ে আসতেই বুথের কাছেই তাঁকে পিছন দিক থেকে লাথি মারে ও তাঁর গলায় ব্লেড চালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিকাশ ওঁরাওয়ের বিরুদ্ধে। এরপরই সোমবার অভিযোগের ভিত্তিতে পুলিশ খুনের চেষ্টার মামলা রুজু করে ও বিকাশ ওঁরাওকে গ্রেপ্তার করে। তবে কী কারণে তা¥র ওপর হামলা তার সঠিক কারণ জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =