মুর্শিদাবাদের সাগরদিঘিতে পথ দুর্ঘটনায় মৃত্যু একজনের, জখম দুই

মুর্শিদাবাদ : মুর্শিদাবাদের সাগরদিঘিতে বেপরোয়া গতির বলি একজন। বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের। মৃতের নাম পরিচয় এখনও পর্যন্ত জানাতে পারেনি পুলিশ। মঙ্গলবার সকালে তিন যুবক সাগরদিঘি থেকে বাইকে চেপে রঘুনাথগঞ্জের দিকে যাচ্ছিল। মাঝপথে রমনা সংলগ্ন এলাকায় বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে তারা।

সেই দুর্ঘটনার ফলে বাইকে থাকা চালক-সহ তিনজনই মারাত্মকভাবে জখম হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করলে এক যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। জখম দুই যুবক বর্তমানে সেখানেই চিকিৎসাধীন।

তবে তাঁদের অবস্থাও সঙ্কটজনক। পুলিশ জানিয়েছে, ওই যুবকদের বাইকের গতি বেশি ছিল। তাই নিয়ন্ত্রণ না রাখতে পেরে সোজা ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + four =