নয়াদিল্লি : বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী দিল্লিতে ঘটে গেল অঘটন! দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-এ ভেঙে পড়ল ছাদ। এই ঘটনায় মৃত্যু হয়েছে একজনের, এছাড়াও আহত হয়েছেন ৫ জন। দমকল জানিয়েছে, শুক্রবার সকাল ৫.৩০ মিনিট নাগাদ খবর পাওয়া যায়, দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-এ ছাদ ভেঙে পড়েছে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ৩টি ইঞ্জিন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জারপু এক্স মাধ্যমে জানিয়েছেন, “আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।” দিল্লি দমকলের ডিরেক্টর অতুল গর্গ বলেছেন, দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-এ ছাদ ভেঙে মোট একজনের মৃত্যু হয়েছে ও ৫ জন আহত হয়েছেন।
দিল্লি বিমানবন্দরের মুখপাত্র জানিয়েছেন, “সকাল থেকে প্রবল বৃষ্টির কারণে দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-এর পুরানো প্রস্থান ফোরকোর্টের ছাউনিটির একটি অংশ সকাল ৫টা নাগাদ ভেঙে পড়ে। সেখানে আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।” বিমানবন্দরের ছাদ ভেঙে এক নম্বর টার্মিনালে দাঁড়িয়ে থাকে বেশ কয়েকটি গাড়ি দুমড়ে মুচড়ে গিয়েছে।