কোচবিহার : কোচবিহারের ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং তৃণমূলের স্থানীয় নেত্রী কুন্তলা রায়ের ছেলে সঞ্জীব রায়ের খুনের ঘটনায় বিনয় রায় নামে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। বিনয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ আগেও দায়ের হয়েছিল। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
ঘটনার সূত্রপাত গত সপ্তাহের শনিবার। প্রত্যক্ষদর্শীদের দাবি, এসইউভিতে চেপে সঞ্জীব এবং তাঁর চালক স্থানীয় ডোডের হাটে বাজার করতে গিয়েছিলেন। সেই সময়ে বাইক আরোহী দুই যুবক তাঁদের লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ।
ঘটনাস্থলেই মৃত্যু হয় সঞ্জীবের। গুরুতর আহত হন তাঁর গাড়ির চালক আলমগির হোসেন। গুলিকাণ্ডের জেরে ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়।

