ফরিদাবাদ : ‘বিগ বস’ খ্যাত এলভিস যাদবের বাড়িতে গুলি চালানোর ঘটনায় পুলিশ গ্রেফতার করল একজনকে। ধৃতের নাম ইশু গান্ধী।
পুলিশকে লক্ষ্য করে প্রথমে গুলি চালায় ইশু। জবাব দেয় পুলিশও। ইশুর পায়ে গুলি লাগে। গ্রেফতারের পর তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
১৭ অগস্ট গুরুগ্রামে এলভিসের বাড়ির সামনে কয়েকজন মোটরবাইক আরোহী গুলি ছুড়ে পালিয়েছিল। এই ঘটনার দায় স্বীকার করেছিল ‘ভাউ গ্যাং’ নামে এক সংগঠন। ওই সংগঠনের দাবি, ক্রমাগত ‘বেটিং অ্যাপ’-এর প্রচার করেন গুরুগ্রামের বাসিন্দা এলভিস। এই জন্যই তাঁকে শিক্ষা দিতে নাকি গুলিবর্ষণ করা হয়েছে তাঁর বাড়ির সামনে।

