কলকাতা : ঘরে আটকে রেখে ১২ বছরের দুই নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল খাস কলকাতায়। বৃহস্পতিবার রাতে বেহালার সরশুনায় ঘটনাটি ঘটে। ঘটনায় এক অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। আর এক অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
সূত্রের খবর, দুই নির্যাতিতার বয়স ১২ বছর। বৃহস্পতিবার রাতে খেলতে বেরিয়েছিল তারা। তখনই দুই যুবক তাদেরকে যৌন হেনস্থা করেন বলে অভিযোগ। অন্য দিকে, খেলতে যাওয়ার পর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না দু’জনের। শেষমেশ ঘণ্টাখানেক পর সরশুনার চন্দ্রপল্লীতে একটি ঘর থেকে দু’জনকে উদ্ধার করা হয়।
জানা গিয়েছে, ধৃত যুবকের নাম বিশ্বজিৎ ওরফে সুখেন। তিনি ঠাকুরপুকুরের শশিভূষণ রোডের বাসিন্দা। অভিযোগ, বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ দুই নাবালিকাকে যৌন হেনস্থা করেন তিনি ও তাঁর সঙ্গী কালু। তবে সুখেন ধরা পড়লেও কালু ঘটনার পর থেকেই পলাতক। তাঁর খোঁজ চলছে।
দুই যুবকের বিরুদ্ধে শিশু সুরক্ষা আইন (পকসো)-এর ৮ এবং ১০ নম্বর ধারায় মামলা করা হয়েছে।