বীরভূম : বীরভূমের কাঁকরতলায় তৃণমূল কর্মীকে হত্যার ঘটনায় গ্রেফতার হলেন তৃণমূলেরই এক কর্মী। রবিবারই ধৃতকে দুবরাজপুর আদালতে হাজির করানো হবে। পুলিশ সূত্রের খবর, ধৃতের নাম শেখ আকবর। খয়রাশোল ব্লকের কাঁকরতলা থানার কৈথি গ্রামের বাসিন্দা তিনি।
উল্লেখ্য, গত শুক্রবার কাঁকরতলা থানার বড়রা বাসস্ট্যান্ড থেকে বাড়ি ফিরছিলেন নিয়ামুল হক। ওই তৃণমূল কর্মীকে বড়রা গ্রামের গরিবপাড়া সংলগ্ন এলাকায় বেশ কয়েক জন পাথর দিয়ে থেঁতলে দেয় শরীরের বিভিন্ন অংশ। চলে রড, লাঠি ইত্যাদি নিয়ে মারধর।
পরে নিয়ামুলকে উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি ওই তৃণমূল কর্মীকে। কী কারণে শেখ আকবর খুন করেছেন নিয়ামুলকে, তাঁর সঙ্গে আর কে কে যুক্ত, খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা।