ফের অকপটে মহাগুরু, এই মুহূর্তে আটটি ছবিতে চুক্তিবদ্ধ মিঠুন চক্রবর্তী

কলকাতা : বহু অপেক্ষার পর অকপটে মিঠুন চক্রবর্তী। মঙ্গলবার শেষ হতে চলেছে তাঁর বাংলা ছবির শুটিং। ৪৭ নম্বর পাথুরিয়াঘাটা স্ট্রিটের খেলাত ভবনে প্যাক আপ-এর অপেক্ষায়। উল্লেখ্য, গত ১৮ দিন ধরে একটানা ছবির আউটডোর চলছে কলকাতাতে। পাথুরিয়াঘাটা জমিদারবাড়ি বলেই খেলাত ঘোষের বাড়ি অধিক পরিচিত।

এদিকে, আলিপুর জজ কোর্ট, টালিগঞ্জ, সল্টলেকের বিভিন্ন জায়গায় পথেঘাটেও এই ছবির দ্রুততার সঙ্গে কাজ হয়েছে। কাজের ফাঁকে ফুরসত মিলতেই জিজ্ঞাসা ও চটজলদি উত্তর – এই মুহূর্তে তাঁর হাতে আটটি ছবি রয়েছে। এর মধ্যেই একটি ঐতিহাসিক তেলেগু ছবিও। দক্ষিণের নায়ক প্রভাসের সঙ্গে ওই ছবিতে রয়েছেন বর্ষীয়ান মিঠুন চক্রবর্তী, জয়াপ্রদা ও নৃত্যশিল্পী ইমানভি। ওই ছবির পরিচালক হানু রাঘবপূতি।

এছাড়াও চারটি বাংলা ছবি ও তিনটে হিন্দি ছবির সঙ্গে চুক্তি ইতিমধ্যেই স্বাক্ষর করে ফেলেছেন। পরবর্তীতেও একাধিক ছবি রয়েছে। সংক্ষিপ্ত এই সাক্ষাৎকার পর্বে তিনি জানিয়েছেন, এই মুহূর্তে ‘ভীষণ চুজি’। খুবই ভেবে চিন্তে ও বাছাই করা ছবিতে অভিনয় করে চলেছেন তিনি। বলেছেন, “আগের মত এনার্জি নেই তো! বয়স ও একটা ফ্যাক্টর, তাই না। আগে কেউ চিনতও না। অভিনয়ের পরেও না। কাজেই অনামী থেকে স্টার হয়ে যাওয়া এবং পরে মেগাস্টার এই খেতাব ধরে রাখা ও কঠিন লড়াই।”

প্রসঙ্গতঃ আগামী ৮ অক্টোবর তাঁর অভিনীত পথিকৃৎ বসুর বাংলা ছবি “শাস্ত্রী” রিলিজ হতে চলেছে। আবার ওই দিনই দাদা সাহেব ফালকে সম্মানের শিরোপা উঠবে হাতে, যারপরনাই আপ্লুত তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 13 =