শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিন, এসআইআর ইস্যুতে সংসদ চত্বরে ধর্না বিরোধীদের

নয়াদিল্লি : শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে, মঙ্গলবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ইস্যুতে সংসদ চত্বরে ধর্না দিলেন বিরোধীরা।

এদিন অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস-সহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা। “ভোট চুরি বন্ধ করুন”, এই স্লোগান দিতে থাকেন বিরোধীরা।

কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রমুখ এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। এদিন সঞ্চার সাথী অ্যাপ প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, “এটা একটা গুপ্তচরবৃত্তির অ্যাপ। এটা হাস্যকর। নাগরিকদের গোপনীয়তার অধিকার আছে। প্রত্যেকেরই গোপনীয়তার অধিকার থাকা উচিত, তাঁরা এই দেশকে সব ধরণের একনায়কতন্ত্রে পরিণত করছে। সংসদ কাজ করছে না, কারণ সরকার কোনও বিষয়ে কথা বলতে দিচ্ছে না। বিরোধী দলকে দোষ দেওয়া খুব সহজ। তাঁরা কোনও বিষয়ে কোনও আলোচনার অনুমতি দিচ্ছে না। একটি সুস্থ গণতন্ত্র আলোচনার দাবি করে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =