রথযাত্রার দ্বিতীয় দিন, ভক্তদের ঢল জগন্নাথ ধাম পুরীতে

পুরী : রথযাত্রার দ্বিতীয় দিনে ভক্তদের ঢল নামল জগন্নাথ ধাম পুরীতে। ভগবান জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রার রথ সোমবার সকালে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে ফের যাত্রা শুরু করছে।

গতকাল সূর্যাস্তের পর রীতি অনুযায়ী রথযাত্রা বন্ধ রাখা হয়। ভগবান জগন্নাথের নন্দীঘোষ, বলভদ্রের তালধ্বজ এবং দেবী সুভদ্রার দেবদলন রথ গতকাল বিকেল ৫টার পর পুরীর মন্দির থেকে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।

সূর্য ডোবার পর গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে যাত্রা থামিয়ে দেওয়া হয়। ৫৩ বছর পর এবারের রথযাত্রা হচ্ছে দু’দিনের। এ জন্য রাজ্যে দু’দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। পবিত্র এই যাত্রা প্রত্যক্ষ করতে সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ ভক্ত ভিড় জমিয়েছেন। বার্ষিক এই উৎসব শান্তিপূর্ণ রাখতে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =