কলকাতা : আমরা সকল সমাজসেবী প্রতিষ্ঠান “শ্রী মহাশক্তি শিবসাগর সমিতি”-এর পৃষ্ঠপোষক শ্রী করণ সিং বৈদের পুত্র, স্বর্গীয় রাহুল বৈদ (স্বর্গীয় ছতর সিং বৈদের প্রপৌত্র)-এর প্রথম পুণ্যতিথি উপলক্ষে ৫০০ জন প্রয়োজনীয় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও ভোজনের ব্যবস্থা করা হয়। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ১০, ক্যানিং স্ট্রিট, কলকাতা-১ ঠিকানায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি পণ্ডিত লক্ষ্মীকান্ত তিওয়ারি, করণ সিং বৈদ, আনন্দ সিং বৈদ, সমিতির মহাসচিব ভোলা প্রসাদ সোনকর সহ প্রশোতম তিওয়ারি, শ্যামল কর, অখিলেশ সিং, সন্তোষ সিং, প্রভাকর সিং, মনোজ মিশ্র, নন্দু সিং, অশ্বনী সোনকর, বাবলু সোনকর, মনোজ গুপ্ত, কমলেশ তিওয়ারি, সুরেন্দ্র সিং, বিনোদ সোনকর, উপেন্দ্র চৌধুরী, সন্তোষ চৌরাসিয়া, রবি সোনকর, জিতেন্দ্র চৌরাসিয়া, সনোজ সিং, অভিষেক সোনকর, শিবাঙ্কু মণ্ডল, গোপাল সুতার, শম্ভু সিং, রাজকুমার সোনকর, সঞ্জয় গুপ্ত, অরুণ সাঁও, গোপাল ঠাকুর, বিমল ঘোষ, পরমানন্দ সোনকর, প্রেম সিং, সত্যেন্দ্র রায়, রাম অযোধ্যা সাঁও, পল্টু সোনকর, নাগেন্দ্র সিং খরওয়ার, নীরজ চৌধুরী এবং ম্যানেজার প্রসাদ।

