কলকাতা: “নেতাজী মঞ্চ” (কলকাতা) কর্তৃক ৭৭তম প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমীক ভট্টাচার্য, মাননীয় সংসদ সদস্য (রাজ্যসভা) ও বিজেপি পশ্চিমবঙ্গের সভাপতি। এই অনুষ্ঠানটি ভারতীয় সংবিধানের প্রতি সম্মান প্রদর্শন এবং ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অর্জনকে স্মরণ করার জন্য আয়োজন করা হয়। ভারতীয় সংবিধান জনগণের জন্য এবং জনগণ কর্তৃক গঠিত।
উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় নেতাজী সুবাস রোড এবং ক্যানিং স্ট্রিটের সংযোগস্থলে, যেখানে জেলার নেতৃবৃন্দ তমোঁঘন ঘোষ, পিয়ূষ কানোদিয়া, ভোলা সোনকর, প্রমোদ সিং, বাবু ভাই জানি, কমলজিৎ পাণ্ডে, প্রিন্স ঝা, সন্তোষ সিং, অশোক গুপ্তা, মহেশ গুপ্তা, বাবলু সোনকর, অখিলেশ সিং, কমলেশ তিওয়ারি, উপেন্দ্র চৌধুরি, শম্ভু সিং, গোপাল সুতার, পরমানন্দ সোনকর, সানোজ সিং, রাজু সোনকর, নাগেন্দ্র খরওয়ার, রবীন্দ্র চৌধুরি, রাহুল সোনকর, হীরা লাল রাও, রবীন্দ্র চন্দন ঝা, অমর সিং, রাম অযোধ্যা সাও, অরবিন্দ রায়, রাধে ঠাকুর, জিতেন্দ্র চৌরসিয়া, নিরজ চৌধুরি, সঞ্জয় চৌরসিয়া ও অভিষেক সোনকর সহ এলাকার মানুষরা উপস্থিত থেকে সংসদ ও রাজ্য বিজেপির সভাপতিকে স্বাগত জানান।
আয়োজনের সমন্বয় করেন অশ্বনি সোনকর, এবং অনুষ্ঠানে শিশু ও উপস্থিত সকলকে মিষ্টি বিতরণ করা হয়।

