রবিবার দেশজুড়ে পালিত প্রয়াত রতন টাটার জন্মদিন, বিশিষ্টদের শ্রদ্ধাঞ্জলি

নয়াদিল্লি : প্রখ্যাত শিল্পপতি ও পদ্ম পুরস্কারে ভূষিত প্রয়াত রতন টাটার জন্মদিন উপলক্ষে রবিবার দেশজুড়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয়। কেন্দ্রীয় মন্ত্রী ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ তাঁর নৈতিক নেতৃত্ব, শিল্পোন্নয়ন এবং দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন।

রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমাজ মাধ্যমে এক পোস্টে বলেন, রতন টাটা প্রমাণ করেছেন যে, প্রকৃত সাফল্য কেবল ব্যবসায়িক সাফল্যের মধ্যেই নয়, বরং দেশের সেবা করার মধ্যেও নিহিত। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল তাঁকে দূরদর্শী নেতৃত্বের প্রতীক হিসেবে উল্লেখ করেন। আরেক কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, শিল্পক্ষেত্রে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা প্রতিষ্ঠায় রতন টাটার ভূমিকা অনন্য। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনের ক্ষেত্রে উৎসাহিত করে তিনি দেশের ভবিষ্যৎকে মজবুত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

বিভিন্ন রাজ্যের জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গও রতন টাটার জীবন ও কর্মকে স্মরণ করে বলেন, ভারতীয় শিল্পকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করার পাশাপাশি সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =