নববর্ষে সাদা চাদরে ঢাকা কাশ্মীরের পর্যটন কেন্দ্র, ভিড় পর্যটকদের

শ্রীনগর : নতুন বছরের শুরুতেই কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ও উপত্যকার উঁচু এলাকায় তুষারপাতের ফলে বরফের সৌন্দর্য উপভোগ করতে পর্যটকদের ঢল নামে । গুলমার্গ, পহেলগাম ও সোনমার্গে রাতভর তুষারপাত হয়েছে, যা বৃহস্পতিবার সকাল পর্যন্ত অব্যাহত ছিল।

এছাড়া গুরেজের তুলাইল উপত্যকা, বান্দিপোরার রাজদান টপ, কুপওয়ারার মাছিল ও সাধনা টপ এবং জোজিলা গিরিপথেও তুষারপাত হয়েছে।

বৃহস্পতিবার আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব ধীরে ধীরে কাটলেও শুক্রবার কিছু এলাকায় হালকা বৃষ্টি বা তুষারপাত হতে পারে।

আবহবিদদের মতে, তুষারপাত সত্ত্বেও চলতি শীতকাল অস্বাভাবিকভাবে উষ্ণ রয়েছে। উপত্যকার বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ১.২ থেকে ৬.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। বুধবার রাতে শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.২ ডিগ্রি সেলসিয়াস। গুলমার্গে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল মাইনাস ৫.৫ ডিগ্রি সেলসিয়াসে।

বর্তমানে কাশ্মীর উপত্যকা ‘চিল্লাই-কালান’ নামে পরিচিত ৪০ দিনের তীব্র শীতের সময় অতিক্রম করছে। এই সময়ে সাধারণত ভারী তুষারপাত হয়, তবে এখনও উপত্যকার সমতল এলাকায় তুষারপাত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 2 =