গড়িয়াহাটের রাস্তায় মিলল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-এর বি কমের ওএমআর শিট

খোদ কলকাতার রাস্তায় মিলল ওমএমআর শিট। সূত্রে খবর, দক্ষিণ কলকাতার গড়িয়াহাট মোড়ের কাছে রাস্তায় এই ওএমআর শিট পড়ে থাকতে দেখতে পান স্থানীয় এবং পথচারীরাও। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় গড়িয়াহাট থানার পুলিশ। ওএমআর শিটগুলি উদ্ধার করেছে গড়িয়াহাট থানার পুলিশ। সূত্রে খবর, বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার জনবহুল অঞ্চলে যে ওএমআর শিট সবার নজরে আসে তা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ২০১৯ বি’কমের পরিবেশ বিদ্যার উত্তর পত্রের। তবে এ ঘটনায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে উত্তর পত্র কীভাবে রাস্তায় পড়ে থাকে তা নিয়েই।
এদিকে বুধবারই আদালতে হলফনামা দিয়ে স্কুল সার্ভিস কমিশন জানায় যে, মেসার্স বালাজি সলিউশনকে দিয়ে এই কাজ করাতো তারা। নিয়ম অনুযায়ী, কোনও নিয়োগ পরীক্ষার পর একটি নির্দিষ্ট সময় পার হয়ে গেলে উত্তরপত্র নষ্ট করে ফেলা হয়। একটি বেসরকারি সংস্থাকে দিয়ে সেই কাজ করানো হয়। এসএসসি-র সেই কাজ করত বালাজি সলিউশন। এদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই ওএমআর শিট নষ্ট করার দায়িত্বে কারা তা নিয়ে শুরু হয়েছে খোঁজখবরের পালা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 12 =