কিশতওয়ার দুর্যোগে আর্থিক সাহায্যের ঘোষণা ওমরের, বাড়ি তৈরিতেও সহায়তার আশ্বাস

কিশতওয়ার : মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে পুরোদমে চলছে উদ্ধারকাজ। হড়পা বানে বিধ্বস্ত কিশতওয়ারের চাসোটি গ্রামে অনুসন্ধান ও তল্লাশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী, এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ ও স্থানীয় প্রশাসন।

সামগ্রিক পরস্থিতি পর্যবেক্ষণে শনিবার সকালেই চাসোটি গ্রামে যান জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। ক্ষয়ক্ষতির পরিমাণ, উদ্ধারকাজ, অনুসন্ধান-সহ সামগ্রিক পরস্থিতি নিরীক্ষণ করেন তিনি। কথা বলেন আধিকারিকদের সঙ্গে।

কিশতওয়ারের মেঘভাঙা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন: নিহতদের প্রত্যেকের জন্য ২ লক্ষ টাকা, গুরুতর আহতদের জন্য ১ লক্ষ টাকা, সামান্য আহতদের জন্য ৫০,০০০ টাকা, সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত কাঠামোর জন্য ১ লক্ষ টাকা, খারাপভাবে ক্ষতিগ্রস্ত কাঠামোর জন্য ৫০,০০০ টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্ত কাঠামোর জন্য ২৫,০০০ টাকা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =