ভারত সফরে আসা ওমানের সুলতান হাইথাম বিন তারিককে শনিবার রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়েছে। শনিবার সকালে রাষ্ট্রপতি ভবনে ওমানের সুলতানকে স্বাগত জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পরে দিল্লির হায়দরাবাদ হাউসে মিলিত হন প্রধানমন্ত্রী মোদী ও ওমানের সুলতান তারিক। উভয়ের মধ্যে এদিন দ্বিপাক্ষিক নানা বিষয়ে কথা হয়েছে। এদিনই জাতীয় মর্ডার্ন আর্ট গ্যালারিও পরিদর্শন করেন ওমানের সুলতান। উল্লেখ্য, তিন দিনের সফরে ওমানের সুলতান গত সন্ধ্যায় নতুন দিল্লিতে এসেছেন। তাঁর সফর সঙ্গী হিসেবে রয়েছেন উচ্চ পর্যায়ের আধিকারিক ও বরিষ্ঠ মন্ত্রীরা।
দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক রয়েছে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বিগত কয়েক বছর ধরে বেড়ে চলছে।