সোদপুর : পানিহাটিতে পুরানো বাড়ি ভেঙে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে একজনের। পানিহাটি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের ঘটনা। মৃতের নাম দেবকুমার শ্রীমানী (৬০)। বাড়িটি প্রায় ২০০ বছরের পুরানো। শনিবার ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটি। যে ঘরে দেবকুমার শ্রীমানী ছিলেন সেই ঘরে ধ্বংসস্তূপে চাপা পড়েন তিনি। পরিবারের সদস্যরা উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁর মৃত্যু হয়।
মৃতের বৌদি ভারতী শ্রীমানি বলেন, ‘সব শেষ হয়ে গেল। এতবার বলেছিলাম, বাড়িটা ছেড়ে দাও, শুনল না।’ প্রতিবেশী দেবাশিস মুখোপাধ্যায় বলেন, ‘অনেকদিন ধরেই আশঙ্কা ছিল, বাড়ি যে কোনও সময় ভেঙে পড়বে। কিন্তু কেউ গুরুত্ব দেয়নি।’ স্থানীয়রা জানিয়েছেন, শনিবার ভোররাতে হঠাৎ করেই বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ইট-পাথরের স্তূপের নীচে চাপা পড়ে যান দেবকুমারবাবু।
তাঁর চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় খড়দহ থানায়। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা মিলে শুরু করেন উদ্ধারকাজ। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

