কলকাতা : কলকাতার বেলেঘাটায় আগুন লাগল একটি বন্ধ থাকা কারখানায় তেলের ট্যাঙ্কারে। বৃহস্পতিবার সকাল ১০.৩০ মিনিট নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা ওই কারখানা থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন। খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকে।
পুলিশ ও দমকল জানিয়েছে, কারখানাটি বেলেঘাটার ক্যানাল ওয়েস্ট রোডে অবস্থিত। বছর ছয়েক আগেই কারখানাটি বন্ধ হয়ে গিয়েছে। ফলে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, কারখানায় থাকা কোনও রাসায়নিক থেকেই আগুন ছড়িয়েছে। আগুন নেভাতে দমকলের তরফ থেকে ফোম নিয়ে আসা হয়েছে।