ইতিহাসের পাতায় ১৯ অক্টোবর : ভারতীয় সঙ্গীতের পথিকৃৎ আর.সি. বোরাল-এর জন্মদিন

১৯০৩ সালের ১৯ অক্টোবর কলকাতায় (তৎকালীন ক্যালকাটা) জন্মগ্রহণ করেন রায়চাঁদ বোরাল, যাঁকে ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতের ‘ভীষ্ম পিতামহ’ বলা হয়। তিনি ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতে উচ্চমান প্রতিষ্ঠা করেছিলেন।

প্রথম দিককার চলচ্চিত্রে সঙ্গীতকে যেভাবে তিনি রূপ দিয়েছিলেন, তার পরবর্তী ২০-৩০ বছর সেই কাঠামোই অনুসরণ করা হয়। কিংবদন্তি গায়ক কে.এল. সহগলের উত্থানে তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল।

১৯৭৮ সালে তাঁর অসামান্য অবদানের জন্য তাঁকে দাদাসাহেব ফালকে পুরস্কার এবং সংগীত নাটক একাডেমি পুরস্কার (ভারতের জাতীয় সঙ্গীত, নৃত্য ও নাট্য একাডেমি কর্তৃক) প্রদান করা হয়।

২৫ নভেম্বর ১৯৮১ সালে, ৭৮ বছর বয়সে তিনি প্রয়াত হন।


অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনাবলি (১৯ অক্টোবর):

  • ১৮১২ – ফরাসি নেতা ন্যাপোলিয়ন বোনাপার্ট রাশিয়ার রাজধানী মস্কো থেকে সেনা প্রত্যাহার করেন।
  • ১৯৩৩ – জার্মানি, মিত্রশক্তিদের চুক্তি থেকে সরে আসে।
  • ১৯২৪আবদুল আজিজ নিজেকে মক্কার পবিত্র স্থানসমূহের রক্ষক ঘোষণা করেন।
  • ১৯৫০মাদার তেরেসা কলকাতায় “মিশনারিজ অব চ্যারিটি” প্রতিষ্ঠা করেন।
  • ১৯৫২পোত্তি শ্রীরামালু পৃথক অন্ধ্র প্রদেশ গঠনের দাবিতে অনশন শুরু করেন।
  • ১৯৭০ – ভারতীয় নির্মিত প্রথম MiG-21 যুদ্ধবিমান ভারতীয় বায়ুসেনায় যুক্ত হয়।
  • ১৯৮৩ – ভারতীয় বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী ড. এস. চন্দ্রশেখরউইলিয়াম ফাউলার যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান।
  • ১৯৯৪উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র কোরিয়া উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত রাখতে এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে।
  • ২০০৩পোপ জন পল দ্বিতীয়, মাদার তেরেসা-কে “ধন্য” ঘোষণা করেন (সন্ত ঘোষণার প্রথম ধাপ)।
  • ২০০৪ – মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল বলেন, আমেরিকার উদ্যোগে ভারত-পাকিস্তান যুদ্ধ ঠেকানো সম্ভব হয়েছে।
    • চীন তাদের প্রথম বাণিজ্যিক আবহাওয়া উপগ্রহ উৎক্ষেপণ করে।
  • ২০০৫ – ইরাকের অপসারিত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিরুদ্ধে বাগদাদে বিচার শুরু হয়।
  • ২০০৭ – পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো-র উপর হামলার পরে, ভারতের রাষ্ট্রদূত তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।
  • ২০০৮ – গাড়ি শিল্পে মন্দার কারণে টাটা মোটরস ৩০০ অস্থায়ী কর্মীকে ছাঁটাই করে।
  • ২০১২লেবাননের রাজধানী বেইরুটে বোমা বিস্ফোরণে ৮ জন নিহত ও ১১০ জন আহত হন।

জন্ম (১৯ অক্টোবর):

  • ১৮৭০মাতঙ্গিনী হাজরা, স্বাধীনতা সংগ্রামী নারী।
  • ১৮৮৭সারংধর দাস, স্বাধীনতা সংগ্রামী।
  • ১৮৮৮ভেঙ্কটরামা রামলিংম পিল্লাই, তামিল সাহিত্যিক।
  • ১৮৮৮গোবিন্দরাম সেকসারিয়া, ব্রিটিশ ভারতের অন্যতম সফল ব্যবসায়ী।
  • ১৯০৩আর.সি. বোরাল, বিখ্যাত হিন্দি চলচ্চিত্র সঙ্গীতকার।
  • ১৯১০সুব্রহ্মণ্যম চন্দ্রশেখর, বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী।
  • ১৯১১মজাজ, প্রখ্যাত উর্দু কবি।
  • ১৯২০পান্ডুরঙ্গ শাস্ত্রী আঠavale, দার্শনিক ও সমাজ সংস্কারক।
  • ১৯২৩ভোলাশঙ্কর ব্যাস, সাহিত্যিক।
  • ১৯২৯নির্মলা দেশপান্ডে, গান্ধীবাদী ও সমাজকর্মী।
  • ১৯৬১সানি দেওল, বলিউড অভিনেতা।
  • ২০০০নীতু ঘাঁঘাস, ভারতীয় নারী বক্সার।
  • ২০০২দিব্যাংশ সিং পানওয়ার, ভারতীয় শ্যুটার।

মৃত্যু (১৯ অক্টোবর):

  • ১৯৭১রামঅবধ দ্বিবেদী, সাহিত্যিক।
  • ১৯৯৫কুমারী নাজ, চলচ্চিত্র অভিনেত্রী।
  • ২০০৫জন বোসকো যাসোকি, রাজনীতিবিদ।
  • ২০১১কাক্কানাদান, লেখক, ঔপন্যাসিক ও গল্পকার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 12 =