কলকাতা : নিয়োগের দাবিতে এবার ধর্মতলায় নার্সদের অবস্থান-বিক্ষোভ। অভিযোগ, ২ বছরের বেশি নিয়োগ বন্ধ, অথচ কুড়ি হাজারের বেশি প্রশিক্ষিত নার্স পাস করে নিয়োগের অপেক্ষায় আছেন। শেষ যাঁদের নিয়োগ করা হয়, তাঁদেরকেও বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে। ফলে হাসপাতালের ওয়ার্ডে নার্সদের ঘাটতি রয়ে গেছে।
এর প্রতিবাদে মঙ্গলবার দিনভর ধর্মতলায় রানি রাসমণি অ্যাভিনিউয়ে নার্সদের অবস্থান বিক্ষোভ চলে। এদিন ধর্মতলায় রানি রাসমণি অ্যাভিনিউয়ে রাস্তার একদিকে অবস্থান বিক্ষোভ শুরু হয়। প্রচুর নার্স এদিন জড়ো হন।
তাঁদের অভিযোগ, ২ বছর ধরে নার্স পদে নিয়োগ হচ্ছে না। রাজ্য সরকারকে এনিয়ে বারবার জানানো হলেও কাজের কাজ কিছু হচ্ছে না। তার জেরেই এবার অবস্থান বিক্ষোভে বসলেন নার্স পদপ্রার্থীরা।