সাসপেন্ড হওয়া বিজেপি নেত্রী নূপুর শর্মাকে তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য তুমুল ভৎসর্না করল সুপ্রিম কোর্ট। শুক্রবার সুপ্রিম কোর্ট বলে, ‘নূপুর শর্মা যে বিতর্কিত মন্তব্য করেছেন, তার জন্য গোটা দেশের কাছে তাঁর ক্ষমা চাওয়া উচিত।’
বিতর্কিত মন্তব্যের জেরেই নূপুর শর্মার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছিল। এ দিন সেই মামলার শুনানিতেই শীর্ষ আদালতের বিজেপি নেত্রীকে তুমুল ভৎসর্না করে বলা হয়, ‘যেভাবে তিনি দেশের মানুষদের অনুভূতি নিয়ে খেলেছেন…গোটা দেশে যা হচ্ছে, তার জন্য একমাত্র দায়ী নূপুর শর্মা।’
বিচারপতি সূর্যকান্ত বলেন, ‘আমরা দেখেছি যে কীভাবে উনি বিতর্ক শুরু করেছিলেন। যেভাবে উনি কথাগুলি বলেছিলেন এবং শেষে বলেছিলেন যে উনি আইনজীবী, তা অত্যন্ত লজ্জাজনক। ওনার উচিত গোটা দেশের কাছে ক্ষমা চাওয়া।’
নূপুর শর্মার আইনজীবী জানান, ওই টিভি শোয়ের সঞ্চালকের প্রশ্নের জবাবেই নূপুর শর্মা ওই উত্তর দিয়েছিলেন। এর উত্তরে শীর্ষ আদালতের তরফে বলা যে তবে ওই টিভি শোয়ের সঞ্চালকের বিরুদ্ধেও মামলা করা উচিত।
সুপ্রিম কোর্টের বিচারপতিরা আরও বলেন, ‘বিজেপি নেত্রীর মন্তব্য আবেগ উস্কে দেওয়ার মতো। নূপুর শর্মার মতো মানুষেরা অবিবেচকের মতো মন্তব্য করেন, যা হিংসায় উস্কানি দেয়। রাজনৈতিক দলের মুখপাত্র হওয়ার অর্থ এই নয় যে যা মুখে এল, তাই বলা যাবে। ওনার উচিত গোটা দেশের সামনে ক্ষমা চাওয়া।’